ভারতের উত্তরের হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি শহরের নাম মানালি। পৌরাণিক দেবতা মনুর নামানুসারে মানালির নামকরণ করা হয়েছে। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। এর অপূর্ব পর্বতশৃঙ্গ, তুষারময় উপত্যকা এবং শান্ত নদী মানালিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছে। মাত্র তিনদিনেও আপনি ঘুরে আসতে পারেন এখান থেকে। ভ্রমণের …