হোলি মানেই রঙের উৎসব। কিন্তু উৎসবের আনন্দের পরেই ত্বকের ওপর চলে আসে নতুন চ্যালেঞ্জ – শুষ্কতা, ফুস্কুড়ি, ,ব্রণ, চুলকানি কিংবা অ্যালার্জি। কৃত্রিম রঙে থাকা কেমিক্যাল ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়। তাই উৎসবের পর সঠিক ত্বকের যত্ন নিতে হবে, যাতে ত্বক আবার উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে ওঠে। ১। হালকা ক্লিনজিং হোলির পর …