আপনিও এক এবং অদ্বিতীয়া

প্রাকৃতিক উপাদানের দ্বারা বিভিন্ন রূপচর্চার সামগ্রী তৈরি করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন কেয়া শেঠ। রূপ চর্চার জগতে এক অনন্য নাম হল কেয়া শেঠ। আধুনিক বৈজ্ঞানিক গবেষণার হাত ধরে এবং অ্যারোমাথেরাপির প্রাচীন জ্ঞানকে একত্রিত করে ত্বক্ ও চুলের সমস্যার সমাধান করতে একাধিক ঘরোয়া সামগ্রী নিয়ে এসেছেন Keya Seth Aromatherapy। চুলের যে কোনো সমস্যা হোক বা ত্বকের আপনি চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করতে পারেন তা হল কেয়া শেঠের প্রোডাক্ট। আর আপনার রূপচর্চার বিষয়ে যে কোনো সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে কেয়া শেঠের ‘অদ্বিতিয়া’ ম্যাগাজিন।

২০০৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে কেয়া শেঠের ব্র্যান্ডটি চালু করা হয়। এবং সেই থেকেই ধীরে ধীরে কেয়া শেঠের পথ চলা শুরু। অবশ্যই সাথে অদ্বিতিয়া ম্যাগাজিন। ২০২৪ এ কেয়া শেঠ শুরু করেন ওনাদের সবচেয়ে গুরুত্বপূর্ন বিভাগ- ‘অদ্বিতীয়া’ কমিউনিটিও। এই ম্যাগাজিনে বা গ্রুপে আপনি চুল বা ত্বকের যেকোনো সমস্যার বিষয়ে সরাসরি জানতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন, আর পেয়ে যাবেন কেয়া শেঠের সঠিক পরামর্শ।

কেয়া শেঠ জানান, ‘অদ্বিতীয়া’ কোনো একজনকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এই গ্রুপের মূল উদ্দেশ্য এটা জানানো, যে আমরা সকলেই ‘এক এবং অদ্বিতীয়া’ এবং প্রত্যেকেরই তাদের সমস্যা ও পরামর্শ দিতে পারেন। এই গ্রুপ বা ম্যাগাজিন সকলের জন্য একটি স্বনির্ভর প্ল্যাটফর্ম”। এইখানে আপনি নিজেও আপনার রূপচর্চা সম্পর্কিত প্রশ্ন এবং মতামত প্রদান করতে পারেন। এবং আপনার ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। এবং নিজের সমস্যা নিয়ে কেয়া শেঠের সাথেও কথা বলতে পারেন।

গৃহবধূ থেকে ব্র্যান্ড : কেয়া শেঠের অদম্য যাত্রা

সাজসজ্জার জগতে এক পরিচিত নাম হল কেয়া শেঠ। রূপটানের দুনিয়ায় দক্ষ হাতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সাধারণ একজন গৃহবধূ থেকে নিজেই একজন ‘ব্র্যান্ড’ হয়ে ওঠার পথটা মোটেই মসৃণ ছিল না। “ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল” এই লক্ষ্যকে মাথায় রেখে, উত্তর কলকাতার এক কন্যা কেয়া শেঠ, খুব সীমিত সম্পদের সঙ্গে নিজের যাত্রা শুরু করেছিলেন।

কেয়া শেঠ প্রথমে এই দেশে এবং পরবর্তীতে বিদেশে অ্যারোমাথেরাপি নিয়ে পড়াশোনা করেছেন। আজ থেকে ১৪ বছর আগে দেশে ফিরে তিনি ‘প্রিয়দর্শিনী’ নামক এক বিউটি ক্লিনিকে বেশকিছুদিন প্র্যাক্টিসও করেছেন। এইসময় তাঁর কাছে অনেক মহিলা নানান ত্বক এবং চুলের নানান সমস্যা নিয়ে আসতেন। তিনি সেইসব সমস্যা তাঁর অভিজ্ঞতা ও ছোট ছোট টিপস দিয়ে সরিয়েও দিতেন। এইসময়ই তাঁর এই প্রোডাক্টগুলোকে অনেকেই বাজারে আনার অনুরোধ করতেন। সেই থেকে শুরু হয় তাঁর যাত্রা।

ধীরে ধীরে তিনি একটি আধুনিক ল্যাব প্রতিষ্ঠা করেছেন। এই ল্যাব বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম দিয়ে সাজানো এবং দক্ষ বিজ্ঞানী ও রসায়নবিদদের দ্বারা আজও পরিচালিত হচ্ছে। এই ল্যাবগুলোই হল কেয়া শেঠের অসাধারণ সব প্রোডাক্টের উৎসস্থল।

গত এক দশকে, কেয়া সেঠ তাঁর নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। এই সব প্রোডাক্ট হেলথ এবং বিউটি প্রোডাক্টের বিভাগে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি, তিনি কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে কর্মস্থান সৃষ্টির উদ্যোগও নিয়েছেন।

এছাড়াও কলকাতায় ছয়টি মেডি স্পা প্রতিষ্ঠা করেছেন কেয়া শেঠ। তিনি একজন প্রসিদ্ধ চিকিৎসক দ্বারা পরিচালিত এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো একটি অ্যান্থেস্টেটিক ক্লিনিকও প্রতিষ্ঠা করেছেন। গত বছর, কেয়া শেঠ কলকাতার কালীঘাটে “কেয়া শেঠ এক্সক্লুসিভ” নামের একটি চার তলা শপিং মল খুলেছেন। এই শপিং মলে একই ছাদের তলায় শাড়ি থেকে শুরু করে সমস্ত বিউটি প্রোডাক্টস কিনতে পারবেন গ্রাহকরা। ভবিষ্যতে, তিনি কলকাতায় আগামী দু’বছরের মধ্যে আন্তর্জাতিক মানের একটি আয়ুর্বেদিক হাসপাতাল এবং প্রকৃতিক স্পা খোলার পরিকল্পনা করছেন।

সৌন্দর্য, ফ্যাশন, রান্না ও ঘরোয়া টিপসের একমাত্র ঠিকানা - ‘অদ্বিতীয়া

পাঁচ বছর ধরে, তিনি “অদ্বিতীয়া” নামের একটি বাংলা লাইফস্টাইল ম্যাগাজিনের সম্পাদক হিসেবেও কাজ করছেন। ভারতের বাইরে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে বাঙালি পাঠকদের মধ্যে বহুল জনপ্রিয় এই ম্যাগাজিন। এছাড়াও, তিনি গত তিন বছরে বিভিন্ন বিউটি কন্টেস্টের আয়োজনও করেছেন।

সকলেই চায় যেন তাকে সবসময় সুন্দর দেখতে লাগে। নিজের শরীরের যত্ন নিতে সকলেই চায়। অনেকের মাথায় আবার ঘোরার নেশা বিস্তর। আজ পাহাড় তো কাল সমুদ্র, এখান থেকে সেখানে ছুটে বেড়ানোই ভালো লাগা। হাল ফ্যাশনে কোন জামাকাপড় সব থেকে বেশি ট্রেন্ডিং? বাড়িতে বসেই নিতে পারেন ত্বকের যত্ন। মন খারাপ? মন ভালো করা হাতের কাজের সন্ধান থাকবে এখানে। শরীরকে তরতাজা রাখতে হোক বা পছন্দের রান্নার ভিন্ন রেসিপি, বাড়ির অন্দরমহলের সাজসজ্জা থেকে শুরু করে ঘরের পোষ্যের খুঁটিনাটি, মন ভালো করা খবরের সন্ধান দেবে অদ্বিতীয়া।

অদ্বিতীয়ার এই পেজে থাকবে বিউটি, ফ্যাশন, রেসিপি, ওয়েলনেস, বিনোদন, বেড়ানো এবং আরও অনেককিছু নিত্য নতুন খবরের সুলুক সন্ধান।