সিডি ক্যাসেট দিয়ে ওয়াল হ্যাঙ্গিং যেভাবে বানাবেন…

ছোট ছোট জিনিস দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে পকেট ওয়াল হ্যাঙ্গিং এর কোনো তুলনা নেই। কেমন হয় যদি ফেলনা সিডি আর হাতের কাছে থাকা টুকরো কাপড় দিয়েই বানিয়ে ফেলা যায় সুন্দর পকেট ওয়াল হ্যাংগিং? চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়- যা যা লাগবে যেভাবে বানাবেন এবার পছন্দমতো লেইস, পুঁতি ইত্যাদি দিয়ে সাজিয়ে, করে …

ছোট ছোট জিনিস দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে পকেট ওয়াল হ্যাঙ্গিং এর কোনো তুলনা নেই। কেমন হয় যদি ফেলনা সিডি আর হাতের কাছে থাকা টুকরো কাপড় দিয়েই বানিয়ে ফেলা যায় সুন্দর পকেট ওয়াল হ্যাংগিং? চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়-

যা যা লাগবে

  • ৩-৪টি সিডি
  • মোটা প্রিন্টেড বা এক রঙের কাপড় অথবা ফেল্ট পেপার
  • হট গ্লু
  • একটু মোটা লেইস, পুঁতি

যেভাবে বানাবেন

  1. প্রথমে কাপড়ে সিডির মাপটি ট্রেস করে নিন। এবার সিডির চেয়ে একটু বড় করে কাপড়টি গোল টুকরো কেটে নিন। দ্বিতীয় গোল টুকরো কেটে নিন সিডির মাপে। তৃতীয় আরেকটি টুকরো কেটে নিন সিডির মাপের অর্ধেক করে, তবে পাশে একটু বাড়তি কাপড় রাখবেন। যদি ফেল্ট পেপার ইউজ করতে চান, তাহলে শুধু সিডির মাপে কেটে নিলেই হবে। পকেট কেটে নিতে হবে সিডির অর্ধেক মাপেই।
  2. প্রথম বড় টুকরোটি হট গ্লু দিয়ে সিডির উপর লাগান। তারপর অর্ধেক কেটে নেওয়া টুকরোটি সাইডে আঠা দিয়ে এটির উপর এমনভাবে লাগিয়ে ফেলুন যেন একটি পকেট তৈরি হয়।
  3. সিডিটির উল্টো পাশে বাড়তি কাপড় মুড়ে দিন। এর উপর আঠা দিয়ে সিডির সমান করে কাটা টুকরোটি লাগিয়ে ফেলুন। এভাবে দুই- তিনটি অথবা আপনার মনের মতো কয়েকটি তৈরি করুন। অনেকে একটি সিডি দিয়েও পকেট বানান। এটা করলে সুবিধা হচ্ছে অন্য কোনো সিডির সাথে আলাদাভাবে জুড়ে দিতে হবে না।
  4. সিডিগুলো নির্দিষ্ট দূরত্বে বসিয়ে লেইসের মাপ নিন। মাপমতো লেইস কেটে নিয়ে ভাঁজ করে নিন, যেন দেয়ালে ঝোলানো যায়।
  5. লেইসটি সমান জায়গায় বসিয়ে হট গ্লু দিয়ে সিডির পকেট লাগিয়ে দিন।

এবার পছন্দমতো লেইস, পুঁতি ইত্যাদি দিয়ে সাজিয়ে, করে তুলুন আরও আকর্ষণীয়।

adlinkdigital.kol@gmail.com

adlinkdigital.kol@gmail.com

Keep in touch with our news & offers

Subscribe to Our Newsletter

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *