মাত্র তিনটি মেকআপ দিয়েই সরস্বতী পুজোর ঝলমলে লুক…

Spread the loveসরস্বতী পুজো মানেই অঞ্জলি, কুল খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর হালকা প্রেম। তাই এরকম একটা অকেশনের সাজগোজটাও জব্বর হওয়া চাই। যেহেতু সরস্বতী পুজো দিনে হয়, তাই খুব চড়া মেকআপ করলে একদমই ভালো দেখাবে না। তাই অল্প মেকআপেই কীভাবে সুন্দর হয়ে উঠতে পারবেন, চটপট সেটা জেনে নিন।বেস মেকআপমুখ পরিষ্কার করে ভালোমতো ময়শ্চারাইজ়ার মেখে নিন। …

মাত্র তিনটি মেকআপ দিয়েই সরস্বতী পুজোর ঝলমলে লুক…

Spread the love

সরস্বতী পুজো মানেই অঞ্জলি, কুল খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর হালকা প্রেম। তাই এরকম একটা অকেশনের সাজগোজটাও জব্বর হওয়া চাই। যেহেতু সরস্বতী পুজো দিনে হয়, তাই খুব চড়া মেকআপ করলে একদমই ভালো দেখাবে না। তাই অল্প মেকআপেই কীভাবে সুন্দর হয়ে উঠতে পারবেন, চটপট সেটা জেনে নিন।

বেস মেকআপ

মুখ পরিষ্কার করে ভালোমতো ময়শ্চারাইজ়ার মেখে নিন। ফাউন্ডেশন দরকার নেই, বদলে বেছে নিন হালকা বিবি ক্রিম। মুখ মসৃণ আর উজ্জ্বল দেখাবে, তেলতেলেও হবে না।

চোখের মেকআপ

সাজগোজের বড়ো আকর্ষণ লুকিয়ে আছে কাজল কালো চোখে। পেনসিল আইলাইনার দিয়ে এঁকে নিন চোখ। একটু মোটা করে কাজল পরলে সুন্দর দেখাবে। ইচ্ছে করলে হালকা উইংও এঁকে নিতে পারেন।

ঠোঁটের মেকআপ

যেহেতু দিনের মেকআপ, খুব গাঢ় রঙের লিপস্টিক না পরলেও চলবে। বেছে নিন হালকা গোলাপি বা পিচ শেডের ক্রিম-বেসড লিপস্টিক। মুখ নিমেষে তরতাজা হয়ে উঠবে। লিপস্টিকের বদলে টিন্টেড লিপ বামও ব্যবহার করতে পারেন।

ব্লাশ দিতে চাইলে লিপস্টিক বা লিপ বামের রংটাই হালকা করে বুলিয়ে নিন গালে।

adlinkdigital.kol@gmail.com

adlinkdigital.kol@gmail.com

Keep in touch with our news & offers

Subscribe to Our Newsletter

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *