বাড়িতে খরগোশ রাখলে কী কী করতে হয় জানেন কি?

বাড়িতে খুদে সদস্য থাকলে, তার মন ভোলাতে খরগোশ-শাবক কিনে আনেন অনেক বাবা-মা। বাড়িময় লম্ফঝম্প করে বেড়ায় তারা। আবার, শখের পাশাপাশি ব্যবসায়িক কারণেও খরগোশ পালন করেন অনেকে। তবে খরগোশ পুষতে হলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। খরগোশের ঘর বাড়ির ছাদে বা বারান্দায় খরগোশের জন্য ছোট্ট ঘেরা জায়গা তৈরি করে মেঝের উপর মোটা করে তুষ বা খড় …

বাড়িতে খরগোশ রাখলে কী কী করতে হয় জানেন কি?

বাড়িতে খুদে সদস্য থাকলে, তার মন ভোলাতে খরগোশ-শাবক কিনে আনেন অনেক বাবা-মা। বাড়িময় লম্ফঝম্প করে বেড়ায় তারা। আবার, শখের পাশাপাশি ব্যবসায়িক কারণেও খরগোশ পালন করেন অনেকে। তবে খরগোশ পুষতে হলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

খরগোশের ঘর

বাড়ির ছাদে বা বারান্দায় খরগোশের জন্য ছোট্ট ঘেরা জায়গা তৈরি করে মেঝের উপর মোটা করে তুষ বা খড় বিছিয়ে দিলেই, তার মধ্যে খরগোশেরা ভাল থাকবে। পুরুষ ও স্ত্রী খরগোশ কিনে আনলে তাদের জন্য আলাদা-আলাদা জায়গা বাছুন। কারণ এরা খুব দ্রুত প্রজনন করে।

খাঁচা রাখুন খোলামেলা জায়গায়

খরগোশ খুব ছটফটে প্রাণী। এদের খাঁচায় রাখলে বড়সড় খাঁচা কেনাই ভাল। খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর আলো, বাতাস আছে। স্যাঁতসেঁতে ভেজা জায়গায় বা অন্ধকার জায়গায় খাঁচা রেখে দিলে খরগোশেরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। একই খাঁচায় গাদাগাদি করে অনেক খরগোশ রাখবেন না।

কী খাবে পোষ্য

কী প্রজাতির খরগোশ পুষছেন তার উপর নির্ভর করছে ডায়েট। সাধারণত খরগোশকে এমন খাবার দিতে হবে যাতে প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার ও খনিজ তাদের শরীরে যায়। বিভিন্ন রকম শাকপাতা, গাজর, মুলো, সবুজ সব্জি খাওয়াতে পারেন খরগোশকে। আবার শস্যদানাও দেওয়া যেতে পারে।

খরগোশ অসুস্থ হচ্ছে কি না খেয়াল রাখুন

নজর রাখুন, পোষা খরগোশ ঝিমিয়ে পড়ছে কি না। দুর্বল হয়ে পড়লে ওদের কান আর খাড়া থাকবে না। গায়ের লোমও রুক্ষ হয়ে যাবে। লোম ঝরতে শুরু করবে। খাওয়াদাওয়া বন্ধ করে দেবে, দৌড়ঝাঁপও করবে না। খরগোশের জ্বর হয়। কৃমি, নিউমোনিয়াতেও আক্রান্ত হয় খরগোশ। তাই তাদের আচরণে সামান্য অস্বাভাবিকতা দেখলেই অবিলম্বে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান।

adlinkdigital.kol@gmail.com

adlinkdigital.kol@gmail.com

Keep in touch with our news & offers

Subscribe to Our Newsletter

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *