পোষ্যের হৃদরোগ হওয়া কীভাবে আটকাবেন? জেনে নিন…

শীতকালে যেমন আমাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন, তেমনই যত্নের প্রয়োজন আপনার পোষ্যেরও। শীতকালে পোষ্যেরা নানারকম রোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে অন্যতম হল হৃদরোগ। তাই অভিভাবকদেরই এই সময় বেশি যত্ন নেওয়া জরুরি। ১. ওজন নিয়ন্ত্রণঃ অতিরিক্ত ওজন থেকে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, ওজন বেড়ে যাওয়ার ফলে হৃদরোগের ঘটনাও বেড়েছে। শীতের সময় তাই …

পোষ্যের হৃদরোগ হওয়া কীভাবে আটকাবেন? জেনে নিন…

শীতকালে যেমন আমাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন, তেমনই যত্নের প্রয়োজন আপনার পোষ্যেরও। শীতকালে পোষ্যেরা নানারকম রোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে অন্যতম হল হৃদরোগ। তাই অভিভাবকদেরই এই সময় বেশি যত্ন নেওয়া জরুরি।

১. ওজন নিয়ন্ত্রণঃ অতিরিক্ত ওজন থেকে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, ওজন বেড়ে যাওয়ার ফলে হৃদরোগের ঘটনাও বেড়েছে। শীতের সময় তাই ওকে নিয়মিত চলাফেরা বা দৌড়ঝাঁপ করানো জরুরি। নির্দিষ্ট কিছু ক্রিয়াকলাপ রোজ করলে ওর ওজন সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

২. ডায়েট মেনে চলাঃ পোষ্য আদুরে হলেও ওর ডায়েট সবসময় নিয়ন্ত্রণে রাখা জরুরি। এতে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। পশু চিকিৎসকরা বলেন, প্রতিদিন নির্দিষ্ট মাত্রার থেকে বেশি ক্যালোরি খেলে ওজন বাড়িয়ে দিতে পারে।

৩. হৃদযন্ত্রের যত্ন নেওয়াঃ হৃদযন্ত্রের নিয়মিত যত্ন নেওয়া জরুরি। পোষ্য সহজে নিজের রোগের কথা বুঝতে দেয় না। বছরে একবার করে তাই হৃদযন্ত্রের পরীক্ষা করানো উচিত। এছাড়া কোনও অস্বাভাবিক আচরণ দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৪. সাপ্লিমেন্টঃ টরিন সাপ্লিমেন্ট আপনার পোষ্যের জন্য উপকারী। অনেকসময় পোষ্যের ডায়েট চিকিৎসকই তৈরি করে দেন। তাঁর পরামর্শ নিয়ে এটি ডায়েটে রাখা যেতে পারে। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে পোষ্যেরও কোনও ক্ষতি হয় না‌। বরং ওর হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে।

adlinkdigital.kol@gmail.com

adlinkdigital.kol@gmail.com

Keep in touch with our news & offers

Subscribe to Our Newsletter

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *