ছেলেদের ফ্যাশানেবল শীতকাল। কী কী রাখবেন? দেখে নিন…

পুরুষদের শীতকালের ফ্যাশন এখন খালি টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, সোয়েটার এবং জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ না৷ এ যুগের ছেলেরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন। পুরুষরা এ বার শীতে আলমারিতে কী কী পোশাক রাখবেন, জেনে নিন- ১। হুডি হুডি সব সময়ই সুপার ট্রেন্ডি। টিনেজার থেকে শুরু করে ত্রিশোর্ধ যুবক, সবার কাছেই স্টাইলিশ হুডি হতে পারে শীতকালের ফ্যাশন …

পুরুষদের শীতকালের ফ্যাশন এখন খালি টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, সোয়েটার এবং জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ না৷ এ যুগের ছেলেরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন। পুরুষরা এ বার শীতে আলমারিতে কী কী পোশাক রাখবেন, জেনে নিন-

১। হুডি

হুডি সব সময়ই সুপার ট্রেন্ডি। টিনেজার থেকে শুরু করে ত্রিশোর্ধ যুবক, সবার কাছেই স্টাইলিশ হুডি হতে পারে শীতকালের ফ্যাশন আইকন। ফুলস্লিভ হুডি টি-শার্ট, হুডি শার্ট, হুডি জ্যাকেট, হুডি সোয়েটার, স্লিভলেস হুডি, ব্যাটম্যান হুডি, ব্রকলাইন হুডি সোয়েটারের পাশাপাশি গেঞ্জির কাপড়ের সামনে পকেটওয়ালা হুডিও পড়তে পারেন। এখন হুডি টি-শার্টে নকশার বৈচিত্র্য বেশি দেখা যাচ্ছে। হুডিতে ফ্লোরাল প্রিন্ট, বিভিন্ন ধরনের পশুপাখির ছবি, কিংবা বিভিন্ন ডুডলও দেখা যাচ্ছে অনেক সময়ে।

২। ফোটোগ্রাফার্স জ্যাকেট

সাধারণত ফটোগ্রাফি করেন, তাদের ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশ রাখার জন্য এক বিশেষ ধরনের জ্যাকেট পাওয়া যায়। এই জ্যাকেটের সামনের দিকে অনেকগুলো পকেট থাকে। একেই ফোটোগ্রাফার্স জ্যাকেট বলে। তবে এখন শুধু সাংবাদিকরা নন, সাধারণ মানুষও এই জ্যাকেট পরেন। এ বার শীতে কিনে নিতে পারেন এই হাতাকাটা জ্যাকেট। অন্যদের থেকেও আলাদাও হবে, শীতও আটকাবে।

৩। ফুলস্লিভ টি-শার্ট

শহরের দিকে শীত জাঁকিয়ে পড়ে না বললেই চলে। অনেকেই তাই এখন ভারি জ্যাকেট এড়িয়ে চলেন। যদি ক্যাজুয়াল সাজ বেশি পছন্দ হয় তবে সুতি, উল, নিট কাপড়ের তৈরি ফুলস্লিভ টি-শার্ট, ভারী হাইশোল্ডার জিপার টি-শার্টের সঙ্গে নানা রঙের টি-শার্ট পরতে পারেন। কোনওটির সামনের দিকে চেনও থাকতে পারে। চাইলে ভিতরে রঙিন টি-শার্ট পরে বেরোতে পারেন। বাইরে সামনের চেন বা বোতাম খুলে টি-শার্ট পরতে পারেন।

৪। বিয়েবাড়ির পোশাক

ডিসেম্বর আর জানুয়ারি মাস মানেই পাড়ায় পাড়ায় বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠানে এখন অনেকেই সাবেকি সাজ বেশি পছন্দ করে। নেহরু জ্যাকেট, ব্লেজার, মোদি কোট অথবা নর্মাল কোট দিয়ে ইন্দো-ওয়েস্টার্ন সাজে সাজিয়ে তুলতে পারেন নিজেকে। বুকখোলা লং ভি-নেক কুর্তা এড়িয়ে চলুন। ঠান্ডাও আটকাবে না আর শীতের বিয়েবাড়িতে তেমন মানানসই হবে না।

adlinkdigital.kol@gmail.com

adlinkdigital.kol@gmail.com

Keep in touch with our news & offers

Subscribe to Our Newsletter

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *