চল্লিশের কোঠায় ঢুকতেই স্কিনের এজিং নিয়ে চিন্তিত? চিন্তার কোনও কারণ নেই। চল্লিশে পড়লে স্কিনকেয়ারে একটু বাড়তি মনোযোগ দিতে হবে, এইটুকুই যা। যারা টোয়েন্টিজ বা থারটিজ থেকে স্কিনের যত্ন করে এসেছেন, তাদের জন্য তো কাজটা আরওই সহজ হয়ে আছে। কিন্তু যারা কোনও কারণে সেটা করে উঠতে পারেননি, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকেই শুরু করুন …